বৃটেনের রাজপ্রাসাদে রাণী এলিজাবেথ পুরস্কার দিলেন দুই বাংলাদেশী তরুণকে।
সেবার মাধ্যমে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন করার স্বীকৃতি হিসাবে তাদেরকে পুরস্কৃত করা হয়।
রাহাত হোসেন ও সাজিদ ইকবাল নামের ঢাকার এই দুই তরুণ ২৯শে জুন লন্ডনে বাকিংহ্যাম প্রাসাদে এক অনুষ্ঠানে রানীর হাত থেকে পুরস্কার নেন।
এ নিয়ে লন্ডনের বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাজ পাশা বলছিলেন এই পুরস্কারের নাম ‘কুইন ইয়ং লিডার পুরস্কার’। এই পুরস্কার দেওয়া শুরু হয় ২০১৪ সালে এবং শেষ হবে ২০১৮ সালে।
১৮-২৯ বছর বয়সী যে সমস্ত তরুণ সমাজের বিভিন্নক্ষেত্রে মানুষের জীবনমান উন্নয়ণে অবদান রাখছে তাদেরকে উৎসাহিত করতে রাণী এলিজাবেথ ২০১৪ সালে এই পুরস্কার চালু করেন।
তিনি আরও বলছিলেন, বাংলাদেশের দু’জনের একজনকে প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের দূর্যোগকালীন জরুরী ত্রাণ সেবা পৌঁছে দেবার উন্নতীর জন্য ও অন্যজনকে বাণিজ্যিক ও বৃহৎশালী পরিবেশকে নবায়নযোগ্য যে জ্বালানী ব্যবহার করা হয় তার ব্যবহার বাড়ানোয় অবদান রাখার জন্য পুরস্কৃত করা হয়েছে।
৩২ টি দেশের ৬০ জন তরুণকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এই পুরস্কার দেয়া হয়েছে। তরুণদের জন্য এটা একটা ভিন্ন অভিজ্ঞতা যে, তারা সরাসরি রাণী এলিজাবেথ এর নিকট হতে পুরস্কার গ্রহণ করেছে।
এর আগেও বাংলাদেশের দুজন এ পুরস্কার গ্রহণ করেছে।
তথ্যসূত্র: ভয়েস অব আমেরিকা