ডিএমপি নিউজ: সকাল সাড়ে নয়টা। আব্দুল্লাহপুর বেঁড়িবাধ। অসুস্থ প্রতিযোগিতায় মেতেছিল বিআরটিসি ও প্রজাপতি পরিবহণের দুই বাস। এই প্রতিযোগিতার শিকার হয়ে অকালে ঝরে গেল আরও এক প্রাণ।
এ ঘটনায় বিআরটিসি পরিবহণের চালক সাখাওয়াত (৩২) ও প্রজাপতি পরিবহণের চালক সিরাজুল (৩১) কে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানানো হয়, আজ (৩০ জুন’১৯) সকাল সাড়ে ন’টায় আব্দুল্লাহপুর বেঁড়িবাধে বিআরটিসি ও প্রজাপতি পরিবহণের দুটি বাসের পাল্লাপাল্লির লড়াইয়ে দুই বাসের মাঝে পড়ে গুরুতর আহত হন তাসরিন নাহার নামের এক ভদ্র মহিলা । তাকে গুরুতর জখম অবস্থায় প্রথমে আইসি হাসপাতাল ও পরবর্তী সময়ে কুর্মিটোলা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।