ডিএমপি নিউজঃ রাজধানীর ফকিরাপুল এলাকা ও নারায়নগঞ্জ জেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- নুর আলম ও রিনা আক্তার । গতকাল (রবিবার) তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
এ সংক্রান্তে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস ডিএমপি নিউজকে বলেন, গতকাল রবিবার (৬ মার্চ ২০২২) গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে ঐ এলাকায় বিকাল ০৩:৫৫ টায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবাসহ নুর আলমকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি জব্দকৃত আলামত তার অপর সহযোগী রিনা আক্তারের নিকট থেকে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিণ রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে রিনা আক্তারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।