ডিএমপি নিউজঃ রাজধানীর শাহবাগ থেকে ২ লক্ষ ৩২ হাজার টাকার জাল নোট ও সংঘবদ্ধ চক্রের দলনেতাসহ চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব মোল্লা (৪৮) (দলনেতা), মোঃ মিন্টু ব্যাপারী (৩২), মোঃ রুবেল ব্যাপারী (৩২) ও মোঃ দুলাল মিঞা (৬০)। এ সময় তাদের হেফাজত হতে ২ লক্ষ ৩২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১৩ মে ২০১৯ বিকাল ১৬.০৫ টায় শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি দক্ষিণ বিভাগের গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা তৈরিকৃত জাল টাকার নোট ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় লেনদেন করত।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা রুজু হয়েছে।