ডিএমপি নিউজ: রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে জুবায়ের নামের একটি শিশু পাওয়া গেছে। বয়স ৩ বছর ৬ মাস। উচ্চতা আনুমানিক ৩ ফুট ১ ইঞ্চি। গায়ের রঙ ফর্সা। পাওয়ার সময় তার গায়ে সাদা চেকের গেঞ্জি, পেস্ট কালারের টাউজার ও মাপলাট ছিল। সে তার বাবার নাম মোঃ আব্দুর রাজ্জাক এবং সাং-দুলালী বলে জানিয়েছে। সে আর কিছু বলতে পারে না।
গত ২৮ ডিসেম্বর, ২০১৮ শাহবাগ থানাধীন সোনারগাঁও পান্থকুঞ্জ পার্কের এলাকায় ভিকটিমকে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে পথচারী লোকজন থানা পুলিশকে সংবাদ দেয়। পরবর্তীতে থানা পুলিশ সংবাদ প্রাপ্ত হয়ে ভিকটিমকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করলে সঠিক ঠিকানা বলতে না পারায় শাহবাগ থানা পুলিশ নিরাপদ হেফাজতের জন্য ভিকটিম সার্পোট সেন্টারে রেখে যায় ।
জুবায়েরের প্রাপ্তির ঘটনায় শাহবাগ থানায় গত ২৮ ডিসেম্বর, ২০১৮ একটি সাধারণ ডায়েরী করা হয় যার নম্বর ১৬২২।
এছাড়াও রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় রনি নামের একটি শিশু পাওয়া গেছে। যার বয়স ৭ বছর। তারগায়ের রং-শ্যামবর্ণ। উচ্চতাঃ৪ ফুট ৪ ইঞ্চি। পাওয়ার সময় তার গায়ে মোবাইল পেন্ট কলারওয়ালা হাফ হাতা সাদা গেঞ্জি ছিল।
গত ২৮ ডিসেম্বর, ১৮ তারিখ সকাল ০৯.৩০ টার সময় সূত্রাপুর থানাধীন ঋষিকেস দাস রোড এলাকা হতে ভিকটিমকে কান্নারত অবস্থায় উদ্ধার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তার নাম ছারা আর কিছু বলতে পারে না। পরবর্তীতে থানা পুলিশ নিরাপদ হেফাজতের জন্য তাকে ভিকটিম সার্পোট সেন্টারে রেখে যায়।
রনির প্রাপ্তির ঘটনায় সূত্রাপুর থানায় ২৮ ডিসেম্বর, ১৮ তারিখে একটি জিডি করা হয়, যার নম্বর ১০৭১।
কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত শিশু দু’টির পরিচয় জেনে থাকলে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার: ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি ০২৯১১০৮৫) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।