ডিএমপি নিউজঃ রাজধানীতে দুদকের ভুয়া উপ-পরিচালক ও পরিচালক পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ এর অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ তৌহিদ কাজী ও মোঃ জামান খন্দকার ওরফে আলীমুজ্জামান।
১ নভেম্বর (সোমবার) রাত ১০:৪০টায় পল্টন থানার কাকরাইল এসএ পরিবহনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে ধানমন্ডি জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী ডিএমপি নিউজকে জানান, পল্টন থানার কাকরাইল এসএ পরিবহনের সামনে কতিপয় ব্যক্তি নিজেদেরকে দুদকের পরিচালক পরিচয় দিয়ে সাধারণ মানুষের নিকট হতে টাকা আত্মসাৎ এর উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তৌহিদ ও জামানকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৪৫,০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত তৌহিদ ও জামান বিভিন্ন জেলার বড় বড় ব্যাবসায়ীদের নাম ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রোপাইটারের নাম সংগ্রহ করে। এরপর নিজেদের দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও পরিচালক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে থাকে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে পঞ্চগড়, চট্টগ্রাম, ঝালকাঠি, শেরপুর, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার ব্যাবসায়ীদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।