আজ (১১ জানুয়ারি) শুক্রবার দুপুর ২টায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস।
খেলাটি মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে যা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।
রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। তার সঙ্গে আছেন টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা ক্রিস গেইল, আলেক্স হেলস, শেলডন কটরেল, রাইলি রুশো, ওশান টমাস, রবি বোপারা, বেনি হাওয়েল ও শন উইলিয়ামসরা। আছেন মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, ফরহাদ রেজার মতো অভিজ্ঞ দেশি ক্রিকেটার।
অপরদিকে ঢাকার নেতৃত্বে আছেন সাকিব আল হাসান। তার সঙ্গে আছেন দেশি ক্রিকেটার নুরুল হাসান সোহান, রনি তালুকদার, রুবেল হোসেন, শুভাগত হোম। বিদেশিদের মধ্যে আছেন সুনীল নারিন, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল ও আফগান তরুণ তুর্কি হযরতুল্লাহ জাজাই।
রংপুর রাইডার্স অবশ্য তাদের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে হেরে যায়। পরের দুই ম্যাচে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। আজ ঢাকার বিপক্ষে তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আত্মবিশ্বাস আরো অনেক বেড়ে যাবে। একইভাবে ঢাকা জয় পেলেও তাদের দলগত আত্মবিশ্বাস তুঙ্গে উঠবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসে কোন দল।
দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।