চলছে সপ্তদশ লোকসভা নির্বাচন৷ বাকি আর একটি দফা৷ চলছে প্রচার পর্বও৷ আর সেই প্রচারেই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন সানি দেওল৷
জানা গিয়েছে, সোমবার গুরুদাসপুর ন্যাশনাল হাইওয়েতে সোহল গ্রামে তাঁর গাড়িতে ধাক্কা মারে ভুল দিকে থেকে আসা অন্য একটি গাড়ি৷ এই সংঘর্ষে সানি দেওলের গাড়ির একটি চাকাতে বিস্ফোরণ হয় এবং গাড়িটি একটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে৷ তবে অভিনেতার কোনও রকম চোট লাগেনি বলে জানা গিয়েছে৷
উল্লেখ্য় লোকসভা নির্বাচনে প্রথম থেকেই প্রচারে ঝড় তুলেছেন সানি৷ অভিনয়ের আঙিনা থেকে সদ্য পা রেখেছেন রাজনীতির ময়দানে৷ গুরুদাসপুরে বিজেপির হয়ে এবার লড়ছেন তিনি৷ এই আসনেই একসময় লড়ে জয়ী হয়েছিলেন প্রয়াত অভিনেতা বিনোদ খান্না৷ গত ২৩ এপ্রিল বিজেপিতে যোগ দেন সানি৷ আর এরইমধ্যে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দ সিং তাঁকে ফিল্মি ফৌজি বলে কটাক্ষও করেছেন৷ শুক্রবার গুরুদাসপুরে তিনি বলেন, ‘সানি দেওল হলেন একজন ফিল্মি ফৌজি, আর আমি হলাম রিয়েল ফৌজি৷’
পর্দার ফৌজি আর বাস্তব জীবনে ফৌজির মধ্যে আকাশ-পাতাল ফারাক৷ সেই ফারাকটাই বিজেপি প্রার্থীকে বুঝিয়ে দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ কটাক্ষের সুরে জানান, সানি দেওল তো ফিল্মি ফৌজি৷ ‘বর্ডার’ ছবিতে তিনি পঞ্জাব রেজিমেন্টের এক জওয়ানের ভূমিকায় অভিনয় করেছেন ঠিকই৷ কিন্তু তার মানে এই নয় তিনি আসল ফৌজি হয়ে গিয়েছেন৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী নিজেকে আসল ফৌজি বলে তুলে ধরেন৷ প্রসঙ্গত, ১৯৬০ সালে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী৷ তাঁর পুরো নাম ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ সানি দেওলকে ‘বুড়ো অভিনেতা’ বলেও কটাক্ষ করেন৷ জানান, তাঁর অভিনয় কেরিয়ার শেষ৷ তাই রাজনীতিতে এসেছেন৷
প্রসঙ্গত, ঘায়েল, বর্ডার ও গদর এক প্রেম কথার মতো ছবিতে অভিনয় করে অনেক প্রশংসা কুড়িয়েছেন সানি দেওল৷ তিনি বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্রর বড় ছেলে৷ উল্লেখ্য, সানির সৎ মা ও ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী বিজেপির বিদায়ী সাংসদ৷ গতবারের মতো এবারও হেমা উত্তরপ্রদেশের মথুরা কেন্দ্রের প্রার্থী হয়েছেন৷