গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন প্রিন্স ফিলিপ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নরফোকে এই ঘটনা ঘটে। ঘটনায় প্রিন্স ফিলিপ আহত হননি। তবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলে জানা গেছে।
বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, তার গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে অন্য গাড়িতে থাকা দুজন সামান্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে।
জানা গেছে, একটি রেঞ্জ রোভার নিয়ে যাচ্ছিলেন প্রিন্স ফিলিপ। কিন্তু পথমধ্যেই অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। তিনি আহত হননি বলে জানা যায়। তবে চিকিৎসক এসে তার কোনও রকম চোট লেগেছে কিনা, তাও পরীক্ষা করেন।
প্রসঙ্গত, ক্রিসমাসের সময় থেকেই রানি এবং প্রিন্স ফিলিপ সানদ্রিগহামে থাকেন। ২০১৭ সালের আগস্টে অবসর নিয়েছেন প্রিন্স ফিলিপ৷