ডিএমপি নিউজ: বন্দর নগরী চট্টগ্রামে দুর্ধর্ষ অস্ত্রধারী খুনী ও ৬ মামলার আসামী এক ডাকাতকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতাকৃতের নাম মোঃ দিদারুল ইসলাম ওরফে জসিম ওরফে চেয়ারম্যান জসিম ওরফে আঙ্গুলকাটা জসিম।
০৬ ফেব্রুয়ারী’১৮ রাত ০০.৩৫ টায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ বাকলিয়া থানার বলিরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জসিমে বিরুদ্ধে চারটি মামলা আদালতে বিচারাধীন আছে, একটি তদন্তাধীন ও একটি মামলা মুলতবী আছে।