এই একই অভিযোগে পার্ককে সম্প্রতি ক্ষমতাচ্যুত করা হয়। গতকাল বৃহস্পতিবার তিনি আদালতে হাজিরা দেন।
সেখানে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পার্ককে গ্রেফতার করা উচিত হবে কিনা, তা নিয়ে শুনানি হয়।
শুনানি শেষে আদালত পার্কের গ্রেফতার অনুমোদন করেন। এরপর ৬৫ বছর বয়সী পার্ককে একটি ডিটেনশন সেন্টারে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়া দেশটির তৃতীয় প্রেসিডেন্ট হলেন পার্ক গিউন হেই। এর আগে দক্ষিণ কোরিয়ার আরও দুই প্রেসিডেন্ট একই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।
পার্ক গিউন হের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, সরকারি তথ্য ফাঁস, ক্ষমতার অপব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগ আছে। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
পার্ককে সম্প্রতি দেশটির সাংবিধানিক আদালত বরখাস্ত করেন।
এর আগে দুর্নীতির অভিযোগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট প্রেসিডেন্টের পদ থেকে পার্ক গিউন হে-কে অভিশংসনের পক্ষে রায় দেন। তার আগে দেশটির লাখো মানুষ তার পদত্যাগের দাবিতে রাস্তায় নামে।