আফ্রিকা ও ইয়েমেনের বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ কবলিত লাখ লাখ মানুষকে রক্ষা করতে দ্রুত সহায়তার পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ।
বিশ্বের শীর্ষ ১০ শরণার্থী অধ্যুষিত দেশগুলোর অন্তর্ভুক্ত হচ্ছে ইথিওপিয়া ও কেনিয়া । চলমান এই দুর্ভিক্ষে শরণার্থীরাই বিশেষভাবে সমস্যা কবলিত।তিন বছর থেকে অব্যাহত খরায় বিভিন্ন দেশে খাদ্য ও পানির সংকট, গবাদিপশু বিনাশ, উপার্জনের পথ রুদ্ধ হওয়া, রোগ-ব্যাধির প্রাদুর্ভাবসহ বড় ধরনের গণবিক্ষোভের ক্ষেত্র তৈরি হয়েছে।
আজ আইপিইউ’র ১৩৬তম সম্মেলনে গৃহীত এক প্রস্তাবে সংগঠনের সদস্যরা এই সংকট নিরসনে জরুরি মানবিক ত্রাণ সহায়তা দিতে তাদের সরকারগুলোকে চাপ দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে সব ধরনের ত্রাণের ব্যবস্থা করতে জাতিসংঘের প্রতি আহবান জানানো হয়। এতে বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের প্রতি জরুরি নজর দেয়ার কথাও বলা হয়।