২০১৭-তে নতুন এক জার্নি শুরু করেছেন দেব। এত দিন তাঁকে নায়ক হিসেবে দেখেছেন দর্শক। কিছু দিন আগে থেকে তিনি প্রযোজকও। সৌজন্যে ‘চ্যাম্প’।
রাজ চক্রবর্তীর পরিচালনায় দেবের এই ছবি মুক্তি পেয়েছে কয়েক মাস আগে। ডেবিউ হিসেবে রুক্মিণী বেশ ভাল মার্কস পেয়েছেন। বক্স অফিসেও মোটামুটি ব্যবসা করেছে ছবিটি।
এ বার এক অন্য উড়ান। ‘ককপিট’। সদ্য মুক্তি পেল কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির মোশন পোস্টার।
‘চ্যাম্প’-এ দেব ও রুক্মিণীর জুটি পছন্দ হয়েছে দর্শকের। ফের ‘ককপিট’-এ দেখা যাবে তাঁদের।
গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কোয়েল মল্লিক। এই ছবি দিয়েই প্রথম বাংলা ছবিতে ডেবিউ হবে ‘ভুতু’ অর্থাত্ আরশিয়া মুখোপাধ্যায়ের।
এ ছাড়াও অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ প্রমুখের অভিনয় সমৃদ্ধ করবে ছবিটিকে। ছবির বেশির ভাগ শুটিং শেষ। এ বার ‘ককপিট’-এর ল্যান্ড করার অপেক্ষা।