ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও নারয়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান করে দেশীয় অস্ত্রসহ পাঁচজন ডাকাতকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মফিজুল ইসলাম সানি (২১), মোঃ শরিফ (২৫), ইমন হোসেন (২০), মোঃ রাজন সিকদার (৩২) ও মোঃ ফয়সাল আহম্মেদ রাব্বি (২১)। এসময় তাদের হেফাজত হতে ১টি ছোরা ও ২টি চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল উল্লেখ করে সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজ ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক ডিএমপি নিউজকে বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির করার উদ্দেশ্যে কতিপয় ডাকাত দলের সদস্যরা যাত্রবাড়ী থানা এলাকায় অবস্থান করছে মর্মে গোপন তথ্য পাই। এমন তথ্যের ভিত্তিতে ২৭ জুলাই রাত থেকে ২৮ জুলাই পর্যন্ত যাত্রাবাড়ী থানা, ডেমরা থানা ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান করে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়ন্দা এ কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় রাস্তায় ডাকাতি করে থাকে। ঈদুল আজহাকে সামনে রেখে তারা যাত্রাবাড়ী-চিটাগাং রোডে ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছিল।
গ্রেফতারকৃতদের বিষয়ে খোঁজ নিয়ে গোয়েন্দা পুলিশ জানতে পারে, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুনসহ ছিনতাই, ডাকাতি, অস্ত্র, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে বুধবার (২৯ জুলাই) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।