গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল- ‘সকলের জন্য আবাসন, কেউ থাকবে না গৃহহীন’। এ অঙ্গীকার বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের একজন লোকও আবাসনহীন থাকবে না। সোমবার রাজধানীর শাহবাগে বিশ্ব বসতি দিবস ২০১৯ উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত র্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। গণপূর্তমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে এই বর্নাঢ্য র্যালির উদ্বোধন করেন।
গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, দেশের বিত্তবান, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, এমনকি ভাসমান বস্তিবাসীদের জন্যও বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে বাসযোগ্য, পরিবেশসম্মত আধুনিক আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। ঢাকা শহর থেকে গ্রাম পর্যায়ে এবং ‘আমার গ্রাম-আমার শহর’ ধারণাকে কার্যকর করে নাগরিক সুবিধা সকল মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য সরকার কাজ করছে। মন্ত্রী বলেন, সারা বিশ্বকে বাসযোগ্য, পরিবেশসম্মত ও সমৃদ্ধ আধুনিক বিশ্বে পরিণত করার পরিকল্পনার রোল মডেল হচ্ছে বাংলাদেশ। এ রোল মডেল হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপরিকল্পিতভাবে বিশ্ব বসতি দিবস পালনের নির্দেশনা দিয়েছেন। আমরা চাই সকল মানুষ সম্মিলিতভাবে পরিকল্পিত আবাসন গড়ে তুলুক।