দেশের বাজারে ভিভো নিয়ে এসেছে ওয়াই সিরিজে নতুন স্মার্টফোন ওয়াই০২এস। ডিভাইসটিতে ৬ দশমিক ৫১ ইঞ্চির ফুলভিউ এইচডিপ্লাস আইপিএস ডিসপ্লে প্যানেল দেয়া হয়েছে, যার রেজল্যুশন ১৬০০–৭২০ পিক্সেল। ডিভাইসটিতে মিডিয়াটেকের হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
নতুন এ স্মার্টফোনটিতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৫ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারও রয়েছে। ডিভাইসটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ওয়াই২০ স্মার্টফোনটিতে ফেস বিউটি, টাইমল্যাপসসহ একাধিক ফিচার রয়েছে, যেগুলোর মাধ্যমে ছবি ও ভিডিও ধারণে উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে।
স্মার্টফোনটিকে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি, জিপিএস, ওটিজি ও এফএম। ফ্লোরাইট ব্ল্যাক ও ভাইব্রেন্ট ব্লু—দুই রঙে ভিভো ওয়াই০২এস ডিভাইসটি কেনা যাবে। ভিভোর যেকোনো অথরাইজড স্টোর বা ভিভোর ই-স্টোরে ১২ হাজার ৫৯৯ টাকায় স্মার্টফোনটি কেনা যাবে।