ডিএমপি নিউজ: স্যামসাং বাংলাদেশ দেশের বাজারে নিয়ে এসেছে গ্যালাক্সি এ৫৩ ফাইভজি হ্যান্ডসেট। হাইপার ফাস্ট ফাইভজি ও বিভিন্ন আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ এ৫০ সিরিজের নতুন ফোনটি মিড-রেঞ্জ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ক্যাটাগরিতে এক বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ডিভাইসটিতে ৫ ন্যানোমিটারের এক্সিনোজ ১২৮০ অক্টাকোর প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের (এমএএইচ) শক্তিশালী ব্যাটারি রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসটিতে ৬দশমিক ৫ ইঞ্চির ফুলএইচডিপ্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে রয়েছে। পাশাপাশি ডিভাইসটিতে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে।
ডিজিটাল ডাটা শেয়ারিংয়ের এ যুগে স্মার্টফোন ব্যবহারকারীরা পর্যাপ্ত স্টোরেজ স্পেস সম্পন্ন ফোন কেনার বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকেন। ক্রেতাদের কথা বিবেচনা করে স্যামসাং তাদের নতুন গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসে ১২৮ জিবি স্টোরেজ সুবিধা দিচ্ছে, যা চাইলে ১ টেরাবাইট পর্যন্তও বাড়িয়ে নেয়া যাবে। ডিভাইসটিতে শক্তিশালী ৮জিবি এলপিডিডিআরফোরএক্স র্যাম, ২৫ ওয়াট চার্জিং সুবিধা ও আইপি৬৭-রেটেড পানিপ্রতিরোধী ও গরিলা গ্লাস ৫-এর মতো টেকসই ফিচারও যুক্ত করা হয়েছে।
দেশজুড়ে স্যামসাংয়ের সব অফিশিয়াল আউটলেটে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ডিভাইসটি ব্ল্যাক, ব্লু ও পিচ রঙে পাওয়া যাচ্ছে। হ্যান্ডসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ৯৯৯ টাকা।-বনিকবার্তা