কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) দেশের মধ্যে চতুর্থ বৃহত্তম। এ পর্যন্ত কুমিল্লা ইপিজেডে মোট বিনিয়োগ এসেছে ৪৪৭ মিলিয়ন মার্কিন ডলার এবং ৩ হাজার ৭৯৯ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্যসামগ্রী রপ্তানী হয়েছে।
বর্তমানে এ ইপিজেডে দেশি-বিদেশি ও যৌথ মালিকানার ৪৭ টি চালু প্রতিষ্ঠানে প্রায় ৩৫ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করছেন।
এ ইপিজেডে দেশের বিনিয়োগকারী ছাড়াও চীন, জাপান, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, কানাডা, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, তুরস্ক, শ্রীলংকা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া বিনিয়োগ করেছে।
এখানে গার্মেন্টস এক্সেসরিজ, স্যুয়েটার, ফেব্রিক্স, টেক্সটাইল ডাইজ এন্ড অক্সিলিয়ারিজ, ইলেক্ট্রনিক্স পার্টস, এলিমেনেটিং ব্রাশ, ফুটওয়্যার ও ফুটওয়্যার আপারস, ক্যামেরা কেইস, ব্যাগ, ইয়ার্ণ, প্লাস্টিক পণ্য, হেয়ার ও ফ্যাশন এক্সেসরিজ, মেডিসিন বক্স, আই প্যাচ, কার্পেট, গ্লোভস, লাগেজ, মেডেল, পেপার প্রোডাক্টসহ বিভিন্ন পণ্যসামগ্রী উৎপাদিত হচ্ছে।
কুমিল্লা ইপিজেডে কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) রয়েছে। এর ১৫ হাজার ঘণমিটার বর্জ্য পরিশোধন করার ক্ষমতা রয়েছে। তথ্যসূত্রঃঅনলাইন