ডিএমপি নিউজঃ আমরা বাংলাদেশকে ভালোবাসি, ভালোবাসি লাল-সবুজের পতাকাকে, ভালোবাসি আপনাদেরকে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পুলিশ জীবন দিয়ে কাজ করছে।
আজ রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এই তীব্র শীতে শীতবস্ত বিতরণকালে একথা বলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম।
প্রধান অতিথির বত্তব্যে কমিশনার বলেন, আপনাদের সামনের আমরা বৃটিশ আমলের পুলিশ না। না কোন পাকিস্তান হানাদারদের পুলিশ। আমরা বাংলাদেশের পুলিশ। আপনাদের ঘরের সন্তান। আপনাদের প্রতি বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। এসেছি মানুষ হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
তিনি আরো বলেন, যদি কেউ বিপদে পড়ে থানায় যায় তাকে অবশ্যই সেবা দিতে হবে। এই নিয়ে গড়িমসি করলে তাকে থানায় রাখা হবে না। সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও জঙ্গিসহ অন্যান্য অপরাধ যেভাবে আমরা দমন করছি, ঠিক সেভাবে আপনাদের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
এসময় ডিএমপি’র মতিঝিল বিভাগের আয়োজনে রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রায় ১ হাজার কম্বল বিতরণ করেন পুলিশ কমিশনার। এছাড়াও ওয়ারী বিভাগের আয়োজনে রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারে ১২০০ পিস কম্বল ও ৩০০ পিস বাচ্চাদের শীতের কাপড় বিতরণ করেন তিনি।
আরো উপস্থিত ছিলেন ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরগণ।