ডিএমপি নিউজঃ করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯০৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৯০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জন। এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন।
আজ রোববার (২৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সবশেষ এ তথ্য জানিয়েছে।