আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের ১৪তম আসর। এশিয়ার ৬টি দেশ অংশ নেবে এই আসরে। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান ও হংকং। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
দেশি চ্যানেলের পাশাপাশি বিদেশি টেলিভিশনেও সরাসরি এশিয়া কাপের ম্যাচগুলোও সম্প্রচার করা হবে। এবারের টুর্নামেন্টে ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫.৩০ মিনিটে।
বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল ‘গাজী টিভি’ টুর্নামেন্টে সবগুলো ম্যাচে সরাসরি সম্প্রচার করবে। এছাড়া মাছরাঙ্গা ও বিটিভি’র পর্দায়ও খেলা দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা।
এছাড়া ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের দর্শকদের জন্য খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস।
সরাসরি যেসব চ্যানেলে দেখা যাবে এশিয়া কাপের খেলা।
|
দেশ |
চ্যানেল |
|
বাংলাদেশ |
গাজী টিভি |
|
ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান |
স্টার স্পোর্টস, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস |
|
যুক্তরাজ্য |
স্কাই স্পোর্টস ক্রিকেট |
|
অস্ট্রেলিয়া |
ফক্স স্পোর্টস |
|
দক্ষিণ আফ্রিকা |
সুপার স্পোর্টস |
|
কানাডা |
এটিএন ক্রিকেট প্লাস (এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক) |
|
যুক্তরাষ্ট্র |
উইলো টিভি |
|
মালয়েশিয়া |
অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি |
|
মধ্যপ্রাচ্য |
ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি |
|
সিঙ্গাপুর |
স্টার ক্রিকেট |





