ডিএমপি নিউজ: যারা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন তারা দেয়ালের দাগ নিয়ে বেশ বিপদে পড়ে যান। কিন্তু নানা কারণেই অসাবধানতাবশত দেয়ালে দাগ পড়ে যায়, বিশেষ করে যদি ঘরে বাচ্চা থাকে। দেয়ালে দাগ লাগলে তা দেখতে বেশ বিশ্রী লাগে। মনে হতে থাকে পুরো ঘরের সৌন্দর্য লোপ পেয়ে যায়। কিন্তু বেশ সহজেই এই দেয়ালের দাগ দূর করে ফিরে পেতে পারেন ঘরের হারানো সৌন্দর্য। চলুন তবে জেনে নেয়া যাক দেয়ালের দাগ দূর করার সহজ উপায়গুলো।
সাদা ভিনেগার: দেয়ালে লেগে থাকা দাগ তোলার জন্য সাদা ভিনেগার ভীষণ কার্যকর। অনেকেই এই পদ্ধতি মেনে দেয়াল পরিষ্কার করতে সক্ষম হয়েছেন। সাদা ভিনেগারের মধ্যে একটি স্পঞ্জ ডুবিয়ে হালকাভাবে নিঙড়ে নিন যাতে অতিরিক্ত ভিনেগার স্পঞ্জ থেকে বেরিয়ে যায় এবং স্পঞ্জটি হালকা ভেজা থাকে। দাগ অপসারণ না হওয়া পর্যন্ত দাগযুক্ত দেয়ালে স্পঞ্জটি ঘষতে থাকুন। এই পদ্ধতিটি আপনার দেয়াল পরিষ্কার করতে এবং সহজেই দাগ তুলতে সাহায্য করবে।
টুথপেষ্ট: ক্রেয়ন বা মোম পেন্সিলের দাগের ওপর সাদা টুথপেষ্ট লাগান তারপর কিছুক্ষণ ঘষুন। জোরে জোরে ঘষুন। কিছুক্ষণ পর দেখবেন দাগ গায়েব হয়ে গেছে। জেল টুথপেষ্ট এই ক্ষেত্রে কাজ করবে না।
বেকিং সোডা: বেকিং সোডার ব্যবহার বহুমুখী। দেয়ালের দাগ তোলার ক্ষেত্রেও বেকিং সোডার জুড়ি নেই বলতে গেলে। বেকিং সোডা এবং পানি দিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার একটি স্পঞ্জের মাধ্যমে পেস্টটি দাগের উপর স্ক্রাব করুন। দাগ চলে যাবে।
কালির দাগ: কলমের কালির দাগ দূর করতে ব্যবহার করতে পারেন শেভিং ক্রিম। এছাড়া নেইলপলিশ রিমুভার ব্যবহার করতে পারেন দেওয়া থেকে দাগ উঠাতে পারেন।
স্থায়ী মার্কার: মার্কারের দাগ ওঠানো বেশ কঠিন। একটি তুলোর বলে কিছুটা অ্যালকোহল মিশিয়ে সেটি দাগের উপর ব্যবহার করুন। এতে দাগ উঠে যাবে। এছাড়া দাগের উপর হেয়ার স্প্রে ব্যবহার করুন তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন। এটিও কাজে দেবে।
ময়লা, ধুলোর দাগ: হাতে লেগে থাকা তেল, খাবার কিংবা অন্য কিছুর দাগ দেয়ালে লেগে যেতে পারে। এইসব দাগ দূর করবে এই মিশ্রণটি। এক কাপ অ্যামোনিয়া, আধা কাপ অ্যাপেল সাইডার ভিনেগার, ১/৪ কাপ বেকিং সোডা এক গ্যালন কুসুম গরম পানিতে মিশিয়ে নিন। কাপড় অথবা স্পঞ্জ দিয়ে দাগের উপর ব্যবহার করুন মিশ্রণটি।
ব্লিচ: পানি বা তরল কোনো খাবারের দাগ উঠানোর জন্য এক কাপ ব্লিচ এর সাথে এক গ্যালন পানি মেশান। এই মিশ্রণটি পানি এবং পানির মতো সকল দাগ দূর করে দেবে।
কুসুম গরম পানি ও সাবান: সারাক্ষণ রান্না করার কারণে রান্নাঘরের দেওয়ালে তেলের দাগ পড়ে যায়। আর এই দাগ দূর করা বেশ কঠিন। এক কাপ কুসুম গরম পানি তে ১/৪ চা চামচ সাবান মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে দাগের স্থানে ঘষুন। এছাড়া ১/৩ কাপ ভিনেগার এবং ২/৩ কাপ পানি একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটিও দাগ দূর করতে পারে।