ডিএমপি নিউজঃ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তারা এগিয়ে গেছে ২-০ ব্যবধানে।
বুধবার (৪ আগস্ট) টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে কেবল ১২১ রান করতে পেরেছিল অজিরা। ৮ বল হাতে থাকতেই পাঁচ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ রানেই বিদায় নেন দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখ। মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে সৌম্য ফেরেন রানের খাতা খোলার আগে। নাঈমকে জশ হ্যাজেলউড ফেরান ৯ (১৩) রানে।
দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়া দলের হাল ধরেন সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান। দুইজন মিলে জুটি বাঁধেন ৩৭ রানের। ২৫ রানে সাকিবকে বোল্ড করে জুটি ভাঙেন অ্যান্ড্রু টাই।
সাকিবের বিদায়ের পরের ওভারেই মাহমুদউল্লাহ রিয়াদকে শূন্য রানে বোল্ড করে ফেরান অ্যাস্টন অ্যাগার। রিয়াদের পর মেহেদী ফিরেন ২৩ (২৪) রানে অ্যাডাম জাম্পার বলে স্টাম্পিং হয়ে।
দলীয় ৬৭ রানে ৫ ব্যাটসম্যানের বিদায়ের পর আর উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। আফিফ হোসেন (৩৭) আর নুরুল হাসান সোহানের (২২) অনবদ্য ৫৬ রানের জুটিতে ১ ওভার ২ বল আগে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
অজিদের পক্ষে ১টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা ও অ্যান্ড্রু টাই।
বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন মোস্তাফিজ। ২ উইকেট নেন শরিফুল ও ১টি করে উইকেট নেন সাকিব এবং শেখ মেহেদী।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১২১/৭ (ফিলিপ ১০, ক্যারি ১১, মার্শ ৪৫, হেনরিকস ৩০ , ওয়েড ৪, টার্নার ৩ , অ্যাগার ০, স্টার্ক ১৩*, টাই ৯* ; শেখ মেহেদী ১/১২, নাসুম ০/২৯ , সাকিব ১/২২, মোস্তাফিজ ৩/২৩, শরিফুল ২/২৭, সৌম্য ০/৭ )
বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১২৩/৫ (নাঈম ৯, সৌম্য ০, সাকিব ২৬, শেখ মেহেদী ২৩ , মাহমুদউল্লাহ ০, আফিফ ৩৭* , সোহান ২২* ; স্টার্ক ১/২৮, হ্যাজেলউড ১/২১, অ্যাগার ১/১৭ , জাম্পা ১/.২৪, টাই ১/২৭, মার্শ ০/৬ )
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আফিফ হোসেন।
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০ তে এগিয়ে।