দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে প্রোটিয়ারা। এ জয়ের ফলে সফরকারী দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল।
গতকাল কটকে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে ক্লাসেনের ৪৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ১০ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা।