দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই টেস্টে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেল শ্রীলঙ্কা। প্রথম টেস্টের মত ইনিংস পরাজয় না হলেও এবারের হার ১০ উইকেটের বড় ব্যবধানে।
জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শুরু থেকেই ব্যাকফুটে ছিল শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫৭ রানে অলআউট হয় তারা। জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ৩০২ রান।
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ঘুরে দারানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হয়নি। দিমুথ করুনারত্নের সেঞ্চুরির উপর ভর করে তাদের ইনিংস থামে ২১১।
ফলে, দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৭ রানের। কোন উইকেট না হারিয়েই কাজটি শেষ করে মার্করাম ও এলগার। আর তাতেই পাঁচ দিনের টেস্ট তিন দিনে শেষ।