তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে জিতে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সোমবার ভোরে শেষ হওয়া ম্যাচে আফগানদের ৪ উইকেটে হারায় ক্যারিবিয়ানরা।
রোববার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৭.৩ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৬৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে শাই হোপ অপরাজিত ৪৮ রান করেন। এছাড়া এভিন লুইস ৩৩ ও রবম্যান পাওয়েল করেন ১৭ রান।
প্রথম ম্যাচে ওয়ানডে ইতিহাসের চতুর্থ সেরা বোলিং করে ৭ উইকেট নেয়া রশিদ খান দ্বিতীয় ম্যাচেও বল হাতে সফল ছিলেন। এই আফগান স্পিনার ২৬ রানে নেন ৩ উইকেট। এছাড়া গুলবদিন নাইন দুটি এবং মোহাম্মদ নবী নেন একটি উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন গ্যাব্রিয়েল, হোল্ডার, জোসেফ ও নার্স। রোস্টার চেজ নেন একটি উইকেট। আগামী ১৪ জুন সিরিজ নির্ধারণী ম্যাচে একই মাঠে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। এর আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আফগানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ক্যারিবিয়ানরা।