প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও জয়ের ধারা অব্যাহত রাখলেন মারিয়া শারাপোভা। সরাসরি সেটে তিনি আনাস্তাসিজা সেভাস্তোভাকে হারান। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়ান সুন্দরী সেভাস্তোভাকে হারিয়ে এই জয়ের ধারা ধরে রাখেন মারিয়া শারাপোভা।
রাশিয়ান সুন্দরী সেভাস্তোভাকে প্রথম সেটে হারাতে মাত্র ২৩ মিনিট সময় নেন। যেখানে তিনি জয় পান ৬-১ ব্যবধানে। তবে দ্বিতীয় সেটে ঘাম ঝড়াতে হয়। টাইব্রেকারে ৭-৬ (৭-৪) জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন তিনি। তৃতীয় রাউন্ডে শারাপোভার সম্ভাব্য প্রতিপক্ষ অ্যাঞ্জেলিক কেরবার। যিনি আবার ২০১৬ সালের চ্যাম্পিয়ন।