ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ড্যারেন স্যামি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। তার ঘর আলোয় আলোকিত করে এসেছে পুত্র সন্তান । চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহীর কিংসের শেষ দুই ম্যাচ বাকি থাকতেই দেশে ফিরে গেছেন ৩৩ বছর বয়সী স্যামি। তার পরিবর্তে দলের দায়িত্ব সামলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
রাজশাহী অবশ্য শেষ চারে জায়গা করে নিতে পারেনি। সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংসের মত বাদ পড়েছে রাজশাহীও। শেষ চারে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইন্সটাগ্রামে সদ্য জন্ম নেওয়া পুত্রের ছবি দিয়ে স্যামি লিখেছেন, ‘জাবিয়ার রিগ্যান স্যামি। রাজা আজ ১২.০৯ মিনিটে জন্ম নিয়েছে। পুত্র ও মা উভয়ই ভালো আছে। যিনি আমাকে সব কিছু দিয়েছেন, সেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই।’