ডিএমপি নিউজঃ নিজেকে কখনও সেনাবাহিনীর মেজর, ধনী ব্যবসায়ী বা সাংবাদিক পরিচয় দিয়ে অভিনব কায়দায় প্রতারনা করে অর্থ অত্মসাৎকারী এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম, এসএম বদরুল আলম (৪৫)। রাজধানীর কাকরাইল মোড় এলাকা হতে ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার সকাল ০৮.০০ টার দিকে তাকে গ্রেফতার করে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
ডিবি সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অর্গানাইজ্ড ক্রাইম প্রিভেনশন টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক ডিএমপি নিউজকে জানান, প্রতারক বদরুল প্রথমে টার্গেট ঠিক করার পর বিভিন্ন কৌশলে বন্ধুত্ব স্থাপন করে। তার সাবলিল কথাবার্তা, নম্রভদ্র আচরণ ও দামী পোশাক আশাকের মাধ্যমে কখনো নিজেকে ধনী ব্যবসায়ী, কখনো স্বনামধন্য পত্রিকার সাংবাদিক, কখনো সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে টার্গেট ব্যাক্তির নিকট বিশ্বাস স্থাপন করে। পরবর্তি সময়ে তাদের কাছ থেকে বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
তিনি আরো জানান, সম্প্রতি চারজন সাংবাদিকের কাছে নিজেকে বড় ধরনের ঔষধ ব্যবসায়ীসহ এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ী, ধানমন্ডিতে নিজস্ব ফ্ল্যাট, কাফরুলে নিজের বাড়ি, নিজের ও স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে কোটি টাকা এফডিআর হিসেবে জমা রয়েছে বলে জানায়। একপর্যায়ে উচ্চ লাভের প্রলোভন দেখিয়ে তাদেরকে তার ঔষধ ব্যবসায় বিনিয়োগ করতে বলেন। তারাও তার কথায় বিশ্বাস করে বিভিন্ন সময়ে সর্বমোট ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু কয়েক মাস যেতেই সে তাদের নিকট হতে টাকা নেওয়ার কথা অস্বীকার করে। টাকা চাইতে গেলে তাদের প্রাণ নাশের হুমকী প্রদান করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুক” এ বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও মানহানিকর পোস্ট দিয়ে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।
এ সংক্রান্তে ভূক্তভোগীদের একজন রমনা মডেল থানায় এসএম বদরুল আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরবর্তি সময়ে অভিযান পরিচালনা করে রাজধানীর কাকড়াইল মোড় এলাকা হতে ১৯ ডিসেম্বর ২০১৯ তারিখ সকাল ০৮.০০ টার দিকে এসএম বদরুল আলমকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।