ডিএমপি নিউজ: নিজেকে সিনিয়র সহকারি পুলিশ কমিশনার দাবী করে প্রতারণার মাধ্যমে সাত লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ধরা পড়ল ইয়াছিন ফরহাদ (৩৫) নামের এক ব্যক্তি।
২৯ জানুয়ারি, ২০১৮ বিকাল সাড়ে পাঁচটায় রমনার ৯০ মোসাফির টাওয়ার জাস্ট ওয়ে এভিয়েশন লিঃ রিক্রুটিং এজেন্সী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ সাইফুল হাসান আজাদ এর অফিস থেকে তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।
রমনা থানা সূত্রে জানানো হয়, গ্রেফতারকৃত মোঃ ইয়াছিনের বাড়ি চাঁদপুর। সে রামপুরার চৌধুরীপাড়া এলাকায় থাকত। গ্রেফতারকৃত ব্যক্তি প্রায় তিন মাস যাবত উক্ত অফিসের চেয়ারম্যান এর নিকট এসে নিজেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিটিএসবি ঢাকা দক্ষিন এর পরিচয় দিয়ে নিলামে গাড়ি বিক্রির কথা বলে বিভিন্ন তারিখ ও সময়ে সাত লক্ষ টাকা নেয়।
কিন্তু অদ্যবধি সে কোন গাড়ি নিলামে দিতে না পারায় আজ ডিএমপির পোষাক পরে উক্ত অফিসে এসে উল্টা পাল্টা কথা বলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সন্দেহ হওয়ায় তিনি রমনা মডেল থানায় সংবাদ দেন। পরবর্তী সময়ে রমনা মডেল থানার পুলিশ যেয়ে পুলিশের আইডি কার্ড চাইলে তিনি দিতে ব্যর্থ হন এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করে।