চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শাকিল কালাম চৌধুরী(৫২) ও মোঃ মহিউদ্দিন শিকদার(৫০)।
ধানমন্ডি মডেল থানার মামলার প্রাথমিক তথ্য বিবরণীর তথ্যানুসারে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর, ২০১৯ বিকাল সাড়ে তিনটায় জনৈকা এক ভদ্রমহিলাকে চাকুরী দেওয়ার কথা বলে ধানমন্ডির ১৩ নম্বর রোডের রিয়েল এস্টেট হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ(রিহ্যাব) অফিসে নিয়ে যায়। সেখানের একটি কক্ষে গ্রেফতারকৃতরা তাকে জোরপূবর্ক ধর্ষণ করে।
এই অভিযোগের প্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর, ২০১৯ রাত সোয়া নয়টায় ধানমন্ডি মডেল থানায় মামলা রুজু হয়। মামলা রুজুর পরপর ধানমন্ডির (রিহ্যাব) কার্যালয় থেকে ওই দুইজনকে গ্রেফতার করে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
তাদের আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।