রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন কনকর্ড টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন, মো. সাইদুর (৩৫), মো. মোখলেস (২০) ও মনিরুল (৪৫)।
শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালের পাশে ৫ নম্বর রোডের কানকর্ড টাওয়ারের একটি নির্মাণাধীন ভবনে প্লাস্টারের কাজ করার সময় ১৩ তলা থেকে তিন শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন।
মোখলেস ও মনিরুলকে ঢাকা মেডিকেলে ও সাইদুলকে সেন্ট্রাল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।