ডিএমপি নিউজঃ ধানমন্ডিতে ছিনতাইকালে ব্যাগ ধরে হেঁচকা টানে গাড়ির নিচে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ জানুয়ারি ভোরে ধানমন্ডি সাত নম্বর রোডে একটি প্রাইভেটকারের ভেতর থেকে ছিনতাইকারীর এক জন হেলেনা বেগম এর ব্যাগ টান দিলে ওই গাড়ির নিচে পড়ে মারা যান হেলেনা।
ধানমন্ডি থানাসূত্রে জানা যায়, সোমবার বিকালে ঢাকার আশুলিয়া থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে আবদুল্লাহ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। ঘটনার সময় আবদুল্লাহ প্রাইভেটকারের পেছনে বসা ছিল এবং গাড়িতে মোট চারজন ছিল সে জানায়। মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে আবদুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে । এই ঘটনায় জড়িত বাকি তিনজনকে ধরতে অভিযান অব্যাহত আছে।