ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর দুই ভাই নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ইসলামপুর বাটার গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাগুরা জেলার সদর থানার শত্রুজাতপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে দেলোয়ার হোসেন সাজিব (৩০) ও সৌরভ (২৮)। তারা দুই সহদোর ছিলেন।
ধামরাই থানা পুলিশ জনান, সকালে জয়পুরা থেকে মোটরসাইকেল যোগে ইসলামপুরে যাচ্ছিল সাজিব ও সৌরভ। পথিমধ্যে বাটার গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সৌরভের মৃত্যু হয়। গুরুতর আহত সাজিবকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।