শক্তি বাড়াচ্ছে ‘হার্ভে’। ক্রমশ স্থলভাগের দিকে ধেয়ে আসছে সে। দশকের ভয়ঙ্কর হ্যারিকেন আতঙ্কে কাঁপছে আমেরিকা। আবহাওয়াবিদরা সতর্ক করছেন, বিগত ১২ বছরে এত শক্তিশালী ঘূর্ণিঝড় মার্কিন মুলুকে আঘাত হানেনি।
ইতিমধ্যেই দক্ষিণ টেক্সাস উপকূল থেকে সরানো হয়েছে বাসিন্দাদের। খালি করে দেওয়া হয়েছে ওই এলাকা।
ছুটি ঘোষণা করা হয়েছে স্কুলগুলিতে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই মুহূর্তে ঘণ্টায় ১৬৯ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আছড়ে পড়ার সময় তার শক্তি আরও বাড়বে। ঘণ্টায় গতি হতে পারে ৩৫৫ কিলোমিটার।
‘হার্ভে’-র ফলে টেক্সাসের কোনও কোনও এলাকায় বৃষ্টি হতে পারে ১০০ সেন্টিমিটারের কাছাকাছি।
সমুদ্রে দেখা দেবে জলোচ্ছ্বাস। লুইসিয়ানা ও উত্তর মেক্সিকোতে জারি করা হয়েছে বন্যার সতর্কতা। দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে উপকূলরক্ষী বাহিনীকে।