নওগাঁর পত্নীতলা সীমান্ত থেকে আবারও বিরল প্রজাতির একটি নীলগাই (পুরুষ) উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল সোমবার সকাল ৭টার দিকে উপজেলার নির্মল ইউনিয়নের হাট-শাওলি কালুপাড়া গ্রামের একটি আম বাগান থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। সেটি বর্তমানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হেফাজতে রয়েছে। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
পত্নীতলার নির্মল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্থানীয় সাংবাদিকদেরকে বলেন, সীমান্তবর্তী এলাকায় একটি আম বাগানে নীলগাইটি ঘোরাফেরা করছিল। স্থানীয় কিছু যুবক বিরল এ প্রাণীটিকে আটক করে তাকে খবর দেয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বন কর্মকতারা ফোনে জানান নীলগাইটি হেফাজতে রাখার জন্য। তারা নীলগাইটি নেয়ার জন্য। তবে ধারণা করা হচ্ছে ভারত থেকে চোরাই পথে নীলগাইটি নিয়ে আসা হয়েছে অথবা ভুল করে বাংলাদেশ প্রবেশ করেছে।
এ বিষয়ে সামাজিক বনবিভাগ রাজশাহীর পাইকবান্দা রেঞ্জের রেঞ্জ অফিসার ফরহাদ জাহান সাংবাদিকদেরকে জানান, বিরল প্রজাতির নীল গাইটি ইউনিয়ন পরিষদের তত্বাবধায়নে ছিল। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ রাজশাহী এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করার পর তারা এসেছেন। নিয়ম অনুযায়ী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ রাজশাহীর কাছে উক্ত বিরল প্রজাতির ভারতীয় নীল গাইটি হস্তান্তর করা হয়েছে।