নওগাঁর মান্দায় অনুষ্ঠিত হয়ে হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। মাদক, জঙ্গিবাদ, অপসংস্কৃতি থেকে রক্ষা, সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি ও দেশীয় সংস্কৃতি তুলে ধরতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গণেশপুর শেকি পাড়ায় আয়োজন করা হয় প্রায় হারিয়ে যাওয়া এ লাঠিখেলার।
খেলা দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু ভিড় জমান। খেলার মাঠ পরিণত হয় মানুষের মিলন মেলায়।
নওগাঁর মান্দায় গণেশপুর-শেকিপাড়া লায়ন ক্লাবের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী এই লাঠিখেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেওয়া প্রবীণ লাঠিয়ালরা জানান, তারা প্রায় ২০-৩০ বছর ধরে বিভিন্ন এলাকায় লাঠি খেলে থাকেন।