তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন কাজ সম্পাদনের ক্ষেত্রে অনেক ধরনের ওয়েবসাইটে ভিজিট করতে হয়। সেখানে ব্রাউজিং থেকে শুরু করে রেজিস্ট্রেশন, তথ্য সংযোজন অনেক কাজ থাকে। এখানেও হ্যাকারদের আক্রমণের সম্ভাবনা রয়েছে। তাই কোন ওয়েবসাইটটি আসল আর কোনটি নকল বা ভুয়া সে বিষয় জানাও প্রয়োজন।
ওয়েবসাইট ভিজিটে প্রায় সময় ব্যবহারকারীর কাছে ই-মেইল চাওয়া হয়। ইমেইল ঠিকানা সংগ্রহের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ওয়েবসাইট পরবর্তী সময়ে অফার ও সুবিধার বিষয়ে জানাতে পারে। আক্রমণকারীদের পক্ষে ই-মেইল হ্যাক করা সম্ভব।
আক্রমণের ক্ষেত্রে ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার জাল ছড়ানো হয়। বাহ্যিকভাবে এগুলোকে আসল ওয়েবসাইটের মতোই মনে হয়। তবে এটি শনাক্তের সহজ উপায় রয়েছে।
প্রথমে ওয়েবসাইটে প্রবেশের পর সেখানে যোগাযোগের ঠিকানা দেখতে হবে। এক্ষেত্রে ফোন নাম্বার, ই-মেইল, অফিসের ঠিকানা আছে কিনা তা দেখতে হবে। যদি সেগুলো না থাকে, তাহলে ওয়েবসাইটটি ভুয়া। এরপর ডোমেইন নেম দেখতে হবে।তথ্যসূত্র:বনিকবার্তা