ডিএমপি নিউজঃ কসমেটিক বা প্রসাধনী। আমাদের প্রত্যহ জীবনে ব্যবহার্য বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি জিনিস। এর জন্য বাজারে এর চাহিদা রয়েছে তুঙ্গে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ীরা প্রতারণার আশ্রয় নিয়ে বানাচ্ছে ভেজাল কসমেটিকস। আর ক্ষতিগ্রস্থ হচ্ছে আপনার অমূল্য তক্ব। এক সপ্তাহে রং ফর্সা করে এমন অনেক কসমেটিক বাজারে পাওয়া যায়। এই কসমেটিক আদেও পরীক্ষিত ও মান সম্মত কি না কখনও কি ভেবে দেখেছেন? ডিবি’র অভিযানে এমনই ভেজাল কসমেটিক উৎপাদনকারী ও প্রতারণা চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-১। মফিজুল ইসলাম ওরফে মোফেজ ও ২। মোঃ সাইফ মাহমুদুল ওরফে বিল্লাল।
এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে Shaving Foam ৮৫ টি, Scrub মোট ৩৮৪ টি , Castor Oill মোট ৩৮৪ টি , Deep Pore Cleansing milk মোট ৩৫ টি , Fine Body Lotion মোট ২০ টি, Fairness Special care cream মোট ৪১২ টি, Fines Face wash Light cucumber মোট ২৮০ টি, Fines Face wash Light turmeric মোট ২০০ টি, Fines Face wash Light Strawberry মোট ১৮০ টি, Herbal Pack cucumber মোট ১০০ টি, Nail Polish Remover মোট ৫০ টি যার আনুমানিক ২,২০,৪০০ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ উৎপাদনকৃত ভেজাল প্রসাধনী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন মার্কেটে প্রতারণার মাধ্যমে বিক্রয় করে আসছে।