দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন ঘোষণা করেছেন যে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শিগগিরি সিউল সফরে যাবেন। কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চলছে তার অংশ হিসেবে কিম এ সফরে যাবেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদকে এ সংবাদ জানান। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত বলেন নি। তিনি জানান, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিতীয় শীর্ষ সম্মেলনে আসন্ন এভং আশা করা হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শিগগিরি উত্তর কোরিয়া সফরে যাবেন।
প্রেসিডেন্ট মুন আরো বলেন, ধারণা করা হচ্ছে শিগগিরি উত্তর কেরিয়ার নেতা রাশিয়া সফর করবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
গত সেপ্টম্বর মাসে মুন জে-ইন উত্তর কোরিয়া সফর করেন এবং সে সময় কিম জং উন সিউল সফরে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সে সময় কোনো তারিখ ঠিক হয় নি। যদি কিম সিউল সফরে যান তাহলে ১৯৫০ এর দশকে কোরীয় যুদ্ধের পর তিনিই হবেন দক্ষিণ কোরিয়া সফরকারী উত্তর কোরিয়ার প্রথম নেতা।