বার্সেলোনার সঙ্গেই নতুন চুক্তি করতে যাচ্ছেন মেসি । কাতালানদের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত নতুন চুক্তি করতে যাচ্ছেন মেসি। অর্থাৎ বার্সা তাকে দুই বছরের চুক্তি দেবে। তার সঙ্গে লা লিগা জায়ান্টদের চুক্তি আছে ২০২১ মৌসুম পর্যন্ত। দ্রুতই ওই চুক্তিতে মেসি সই করবেন বলেই খবর।
মেসি এখনও দুর্দান্ত ফর্মে আছেন। দলকে লিগ চ্যাম্পিয়ন করার পথে তিনিই নেতৃত্ব দিচ্ছেন। করোনা পরবর্তী দুই ম্যাচ খেলে দুটিতেই মেসির নৈপুন্যে জয় পেয়েছে কিকে সেতিয়েনের দল। প্রথম ম্যাচে গোলে সহায়তার পাশাপাশি এক গোল করেন তিনি। দ্বিতীয় ম্যাচেও তার গোলে জয় পায় বার্সা।
মেসির সঙ্গে বার্সার নতুন চুক্তির খবর বেরুলেও লউতারো মার্টিনেজকে দলে আনা। নেইমারকে কাতালান শিবিরে ফিরিয়ে আনা কিংবা কুতিনহোর নতুন ঠিকানা কোথায় হবে তার সুরহা এখনও করতে পারেনি বার্সা।
ইন্টার মিলান মার্টিনেজকে নিয়ে বার্সার সঙ্গে ইঁদুর-বিড়াল খেলেই চলেছে। নতুন খবর অনুযায়ী, ইতালির ক্লাবটি আর্জেন্টাইন স্ট্রাইকারের জন্য ৮৫ মিলিয়ন ইউরোর সঙ্গে জুনিয়র ফিরপোকে চেয়েছে। যাতে সাড়া দেওয়া বার্সার জন্য কঠিন।