ডিএমপি নিউজ: জেমস বন্ড হচ্ছে বিখ্যাত ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিংয়ের কাল্পনিক চরিত্র। ১৯৬২ সাল থেকে সেলুলয়েড পর্দা মাতিয়ে চলেছে দুর্ধর্ষ এই স্পাই। এই পর্যন্ত এই চরিত্রে অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুরে, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রুসনান ও ড্যানিয়েল ক্রেইগ।
জেমস বন্ড হিসেবে সর্বশেষ কয়েকটি কিস্তিতে দেখা গেছে অভিনেতা ড্যানিয়েল ক্রেগকে। এই চরিত্রে আর দেখা যাবে না তাকে। আয়ারল্যান্ডের ‘দ্য ভ্যালকন’ পত্রিকা জানালো, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন আইরিশ অভিনেতা টম হার্ডি। মুক্তির অপেক্ষায় থাকা ‘নো টাইম টু ডাই’ ছবিটিই তার শেষ কিস্তি। টম হার্ডি হতে যাচ্ছেন অফিসিয়ালি সপ্তম ‘এজেন্ট ০০৭’। এর মাধ্যমে ‘এজেন্ট ০০৭’ চরিত্রে দ্বিতীয় কোনও আইরিশ হিসেবে নাম লেখালেন তিনি।
প্রথম আইরিশ জেমস বন্ড হলেন পিয়ার্স ব্রোসনান। তিনি ২০১৮ সালে ডেইলি মেইলের সাথে সাক্ষাৎকারের সময় টম হার্ডিকে জেমস বন্ড করতে পরামর্শ দিয়েছিলেন। এমনকি ড্যানিয়ালের চেয়েও তিনি ভালো হবেন বলে মনে করতেন।
১৯৭৭ সালে জন্ম নেওয়া অভিনেতা টম হার্ডি অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন ২০০০ সালে। একই সময়ে তিনি টেলিভিশন ও সিনেমায় ব্যস্ত হয়ে উঠেন। মার্ভেল কমিকসের ‘ভেনম’ চরিত্রে অভিনয় করেছেন এই তারকা।
উল্লেখ্য, জেমস বন্ড হচ্ছে বিখ্যাত ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিংয়ের কাল্পনিক চরিত্র। ১৯৬২ সাল থেকে সেলুলয়েড পর্দা মাতিয়ে চলেছে দুর্ধর্ষ এই স্পাই। এই পর্যন্ত এই চরিত্রে অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুরে, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রুসনান ও ড্যানিয়েল ক্রেইগ। টম হার্ডি হতে যাচ্ছেন অফিসিয়ালি সপ্তম ‘এজেন্ট ০০৭’।