নতুন প্রজন্মের উন্নত ও বিশাল সামরিক পরিবহন বানানোর পরিকল্পনা নিয়েছে চীন ও রাশিয়া। এজন্য দু দেশ শিগগিরি ‘কন্ট্রাক্ট অব দ্যা সেঞ্চুরি’ নামে একটি চুক্তি সই করবে। নতুন এ হেলিকপ্টার হবে রাশিয়ার এমআই-২৬ হেলিকপ্টারের উন্নত সংস্করণ। বিষয়টি নিয়ে মস্কো ও বেইজিং গত কয়েক বছর ধরে আলোচনা করে আসছে বলে রুশ গণমাধ্যম জানিয়েছে।
রাশিয়া ফেডারেশনের পুরস্কারপ্রাপ্ত সামরিক পাইলট ভ্যালেন্তিন পাদালকা বলেন, “নতুন হেলিকপ্টার এমআই-২৬ হেলিকপ্টারের চেয়েও উন্নত হবে।” তিনি জানান, নতুন হেলিকপ্টারে ইনটিগ্রেইটেড এয়ারবোর্ন রেডিও সাবসিস্টেম থাকবে যা যেকোনো অভিযানকে সহজ করে তুলবে এবং ফ্লাইট মিশনকেও স্বয়ংক্রিয় করবে। পাইলট ভ্যালেন্তিন বলেন, “রাশিয়া ও চীনের নকশাবিদদের যৌথ প্রচেষ্টায় বিশ্বের সবচেয়ে বিশাল ও শক্তিশালী হেলিকপ্টার তৈরি করা হবে।”
তিনি আরো বলেন, “হেলিকপ্টার তৈরির ক্ষেত্রে চীনের হাতে রয়েছে উন্নত প্রযুক্তি আর রাশিয়ার কাছে রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। এই দুইয়ের সমন্বয়ে নিশ্চিতভাবেই আমরা নিখুঁত হেলিকপ্টার বানাতে সক্ষম হব।