সঞ্জয় দত্তের ‘সাঞ্জু’ বায়োপিকের পর বলিউডে আসছে আরেকটি নতুন বায়োপিক। ছবিটি পরিচালনা করবেন অমিত শর্মা। ছবিটির প্রধান চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে।
ছবিটির চিত্রপটে তুলে ধরা হবে ভারতের ঐতিহাসিক ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী। ১৯৫০ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতের ফুটবল টিমের কোচ ও ম্যানেজার।
তার নেতৃত্বে ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকে সেমি ফাইনালে অংশগ্রহণ করে ভারতীয় ফুটবল টিম। ১৯৬২ সালে এশিয়ান গেমসে দুর্দান্ত খেলে করে তারা স্বর্ণপদক জিতে নেয়। সৈয়দ আব্দুল রহিম ৫৪ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ছবিটির নাম এখনো নির্ধারণ করা হয়নি। ২০১৮ বিশ্বকাপ চলাকালীন এ ছবিটি নির্মাণের ঘোষণা দেওয়া হয়।