প্রতারণার কতই না ফন্দি। কতই না ফাঁদ। তারপরেও পুলিশের চোখকে ফাঁকি দিতে পারেনি তারা। ওরা কক্সবাজারের চকরিয়া থেকে ঢাকায় এসেছিল নগরবাসীকে বোকা বানাতে। এদের দলে রয়েছে মধ্যবয়স্ক থেকে যুবক এমনকি কিশোরও। ওরা ইফতারের পূর্ব মুহূর্তে বা পরে ধর্মীয় লেবাস পরিধান করে অভিনব কৌশলে বিভিন্ন বাসা বাড়ি ও মার্কেট হতে ল্যাপটপ ও মোবাইল সেট চুরি করে থাকে।
৬ জুন, ২০১৭ মঙ্গলবার বেলা ১৬:০৫ টায় এমন একটি চক্রের সন্ধান পায় মতিঝিল পুলিশ ফাঁড়ি।
বিলম্ব না করে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালায় পুলিশ। মতিঝিল থানার আরামবাগ ও ফকিরাপুল এই দুই জায়গা থেকে ৯ জন প্রতারককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হল মোঃ সোহেল (৩৫), মোঃ হেলাল (১৯), মোঃ মানিক রহমান (১৮), মোঃ আঃ খালেক (১৪), মোঃ হেলাল (১৮), মোঃ মুন্না (১৫), মোঃ আকমান হোসেন (১৪), মোঃ আরাফাত (১৮) ও মোঃ জাহিদুল ইসলাম (১১)।
উল্লেখ্য, উক্ত আসামীরা এসেছিল চট্টগ্রাম, কক্সবাজার এলাকা হতে ঢাকায়। উদ্দেশ্য, এই রমযান মাসে ইফতার ও এর পরবর্তী সময়ে বাসায় বাসায় গিয়ে ধর্মের কথা প্রচার করার ফাঁকে কৌশলে মোবাইল, ল্যাপটপ পকেটে ভরে বেরিয়ে আসা। শুরুও করেছিল। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এক বা দুই মাসের জন্য বাসা ভাড়া নিয়া কৌশলে ঢাকা শহরের বিভিন্ন বাসা বাড়ি ও অভিজাত মার্কেট হতে বেশ কিছু মোবাইল ও ল্যাপটপও চুরি করে তারা। কিন্তু চালাতে পারল না বেশিদিন। বাধা হয়ে দাঁড়াল পুলিশ। এখন চলছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া।