ডিএমপি নিউজঃ আগামীকাল বাংলা নববর্ষ। এ উপলক্ষে অন্যান্য বছরের মতো এ বছরেও রয়েছে পুলিশের ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। এই নিরাপত্তার অংশ হিসেবে রয়েছে আগত কোন দর্শনার্থী মুখে মুখোশ পরতে পারবে না। এছাড়াও ভুভুজেলা বাজিয়ে যেন কাউকে বিরক্ত করতে না পারে সেজন্য ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে।
১২ এপ্রিল’১৮ বুধবার বেলা ১১ টার দিকে ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়েজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএিম-বার, পিপিএম এমনটিই জানান।
তিনি বলেন-নিরাপত্তার স্বার্থে এবং যাতে সকলকে সহজভাবে চেনা যায় সেই লক্ষ্যে মুখোশ পরা যাবে না। তবে কেউ ইচ্ছে করলে হাতে প্লেকার্ড, ব্যানার বা অন্যকোনভাবে মুখোশ রাখতে পারবেন।
ভুভুজেলা সম্পর্কে কমিশনার বলেন- ভুভুজেলা নারীদের উত্যক্ত করাসহ অনর্থক বিরক্তির সৃষ্টি করে। এ কারণে ভুভুজেলা বহন বা বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এ সময় তিনি সম্মানিত নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিজ্ঞাপনী স্টিকার বহন করে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন না। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের ক্ষেত্রে চারুকলা ইনস্টিটিউট এর স্বেচ্ছাসেবক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রোভার স্কাউট সদস্যদের পরামর্শ মেনে চলুন। সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন। এছাড়াও ভুভুজেলা বিক্রি করা সম্পূর্ন নিষেধ করা হয়েছে।
প্রয়োজনে যোগাযোগ করুনঃ
পুলিশ সাব-কন্ট্রোলরুম (রমনা পার্ক): (১০০)-২৩২৪৮(ডিএমপি), ০২-৯৬১১০০৫
পুলিশ সাব-কন্ট্রোলরুম (সোহরাওয়ার্দী উদ্যান): (১০০)-২৩২৪৯(ডিএমপি), ০২-৯৬৬২০৩৯