ডিএমপি নিউজ: বিএসটিআই এর অনুমোদন ছাড়াই মানচিহ্ন ব্যবহার করে বিভিন্ন ব্রান্ডের ক্যাবল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে নবাবপুর রোডের দুটি অবৈধ ক্যাবল উৎপাদন প্রতিষ্ঠানের চারজনকে ২ মাসের জেল প্রদান করেছে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত।
আজ (১৭ সেপ্টেম্বর, ২০১৯) মঙ্গলবার দুপুরে ওয়ারী থানা পুলিশ’র সহায়তায় ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় বিএসটিআই এর অনুমোদন ছাড়াই মানচিহ্ন ব্যবহার করে বিভিন্ন ব্রান্ডের ক্যাবল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে নবাবপুরের ৪৪/১ তাহেরাবাদের রাফি ইলেক্ট্রিক এর মোঃ সোহাগ(২২) ও মোঃ রিপন(২৫) কে দুই মাসের জেল প্রদান করে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত।
একই অপরাধে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত নবাবপুরের ২৪ নং মহাজনপুর লেনের মার্স ইলেক্ট্রনিক্স লিঃ এর মোঃ সিদ্দিকুর রহমান(৫৫) ও মোঃ আবুল কালাম (৪৫)কে দুই মাসের জেল প্রদান করে।
কারখানায় উৎপাদিত জব্দকৃত মালামালগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।