ডিএমপি নিউজঃ রাজধানীর নিউমার্কেট থানা এলাকা হতে গ্রেফতারকৃত নব্য জেএমবি’র ছয় সদস্যকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত ।
নব্য জেএমবি’র এই ছয় সদস্যকে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ গতকাল নিউমার্কেট থানার নিউ সুপার মার্কেট এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ জাহিদুল ইসলাম@ জোহা@ বোতল@ মাসরুর (২৩), মোঃ আবু বকর সিদ্দিক@ আবু মোহাম্মদ (১৯), মোহাম্মদুল্লাহ আদনান (১৯), মেহেদী হাসান ইমন@ আবু হামজা (২১), মোঃ খালিদ সাইফুল্লাহ@ আবু মুসাব (১৯) ও মোঃ শামসুদ্দীন আল আমিন@ আবু আহমদ।
তারা ১০/১১ সদস্য সরকার ও রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কর্মকান্ড পরিচালনাসহ ধর্মীয় উগ্রবাদের বিরোধীতাকারী প্রগতিশীল আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনার উদ্দেশ্যে উল্লেখিত স্থানে মিলিত হয়।