গ্রেফতারকৃত নব্য জেএমবির তিন সদস্যের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
এর আগে ১৩ ডিসেম্বর’১৭ বুধবার রাত সাতটার দিকে রাজধানীর মহাখালী এলাকা হতে জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সামাদ ওরফে আরিফ মামু ওরফে আশিক এবং তার দুই সহযোগী জিয়াদুল ইসলাম ও মোঃ আজিজুল ইসলাম ওরফে মেহেদী হাসান ওরফে শিশিরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের স্পেশাল এ্যাকশন গ্রুপ (এসএজি)।
এ সময় পুলিশ তাদের হেফাজত হতে ২০০টি ডেটোনেটর, ১টি ৯ এম এম পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে।