নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ক্যাম্পাসে গতকাল ‘স্প্রিং ২০১৮ সেমিস্টার’র নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা জীবনের অতি গুরুত্বপূর্ণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় শেষে উচ্চশিক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচিতি অনুষ্ঠানে অংশ নেয় নবীন শিক্ষার্থীরা। চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় অনুষ্ঠানে।
নতুন ভর্তি হওয়া ২ হাজার ২৪১ জন শিক্ষার্থীর মধ্যে ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাস্থান অর্জনকারী ৪৯ জন শিক্ষার্থীকে টিউশন ফি’র উপর ১০০ ভাগ পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে নজিবুর রহমান বলেন, ‘নতুনদের কাছে শেখার আছে। বর্তমান ডিজিটাল সময়ে সবার জন্য সমান সুযোগ অবারিত, সব সুযোগের সন্ধান কিংবা সদ্ব্যবহার গ্রহনযোগ্য হলেও ব্যর্থতার কোন অবকাশ নেই।’
উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বিশ্বমানের উচ্চশিক্ষা অর্জনের জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বেছে নেয়ায় শিক্ষার্থী অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমেরিকান কারিকুলাম অনুসরনে এ বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেন বিদেশী ডিগ্রীধারী সব শিক্ষক। যার মধ্যে বিদেশী শিক্ষকও আছেন।’
উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) এবং হেলথ এ্যান্ড লাইফ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এমএ কাশেম, বেনজির আহমেদ, এমএ হাশেম, রেহানা রহমান, ইয়াসমিন কামাল, বিজনেস এ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ মাহবুব রহমান, হিউমিনিটিস এ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক আবদুর রব খান এবং ইঞ্জিনিয়ারিং এ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. এম আরশাদ চৌধুরী। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ২২টি শিক্ষার্থী ক্লাবের বুথ পরিদর্শন করেন। পরে এনএসইউ সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।বিবি/০১